স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত আমির হামজার নাম ঘোষণার পর বিতর্ক সৃষ্টি হয়েছে, তা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির আহ্বায়ক, মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আরও বলেছেন, “আমির হামজার অভিযোগগুলো খতিয়ে দেখবেন। পর্যালোচনার পর সিদ্ধান্ত পুনর্বিবেচনার সুযোগও রয়েছে।”
বৃহস্পতিবার (১৭ মার্চ) একটি গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে মোজাম্মেল হক এসব কথা বলেন।
জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির আহ্বায়ক বলেন, “আমরা পত্রপত্রিকায় দেখেছি, লক্ষ্য করেছি বিভিন্ন সম্ভ্রান্ত ব্যক্তিদের মতামত। আমি খতিয়ে দেখি সেগুলো সঠিক অভিযোগ কি না।
মন্ত্রী বলেন, “যেমন- মার্ডার, এগুলোরর সঙ্গে সম্পৃক্ত কি না? তার সাহিত্যকর্ম কী আছে, সেগুলো ভালো করে খতিয়ে দেখব।”
এবারের স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম ঘোষণা করা হয় গত ১৫ মার্চ। সরকার ঘোষিত নামগুলোতে সাহিত্যে প্রয়াত আমির হামজার নাম আসে। নাগরিক মহলে অনেকেই এতে বিস্ময় প্রকাশ করেন।
খবর নিয়ে ‘বাঘের থাবা’, ‘পৃথিবীর মানচিত্রে একটি মুজিব তুমি’ ও ‘একুশের পাঁচালি’ নামে তার তিনটি বইয়ের হদিস পাওয়া যায়।
জন্মস্থান মাগুরায় তাকে ‘চারণ কবি’ হিসেবে চিনতেন অনেকে। কেননা তিনি গানের আসরে বসে গান লিখতেন, সুর করতেন।